“বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের করণীয়”

    0
    251

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২সেপ্টেম্বর শাব্বির এলাহী,: মৌলভীবাজারের কমলগঞ্জে ২ সেপ্টেম্বর বুধবার “বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের করণীয়” শীর্ষক এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক বিইপি-এডিপি’র কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচীর আয়োজনে আদমপুর ইউনিয়নের মধ্যভাগ মোকামবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ যৌথ সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমান।

    বীর মুক্তিযোদ্ধা কুতুব খাঁনের সভাপতিত্বে এবং ব্র্যাক এফওএডিপি জমিলা খাতুন ও শিক্ষক আলতাফ মাহমুদ বাবুলের যৌথ স ালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম,ব্র্যাক রিজিওন্যাল ম্যানেজার হারাধন দে, সিনিয়র এরিয়া ম্যানেজার সেলিনা পারভীন,সাংবাদিক শাব্বির এলাহী, ব্র্যাক শাখা ব্যবস্থাপক অভিষেক প্রসাদ পাল, মধ্যভাগ মোকামবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি আব্দুল আজিজ, প্রধান শিক্ষক আব্দুল আজি ও সমাজসেবক আমান উদ্দিন।সভা শেষে গ্রামীণ ফোন দেয়ার খুশি ক্যাম্পেইনের আওতায় ব্র্যাক কিশোর-কিশোরী ক্লাবের ১২ জন সদস্যকে সংযোগ ও এক বছরের ইন্টারনেট সুবিধাসহ স্মার্ট মোবাইল সেট উপহার দেয়া হয়। যৌথ সভার সার্বিক সমন্বয়ে ছিলেন ব্র্যাক কর্মী কামরুন নাহার।