বাপ্পাদিত্য বসুর ওপর জামাত-শিবির চক্রের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা

    0
    218

    আমারসিলেট24ডটকম,২২ডিসেম্বরঃ বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি ও গণজাগরণ মঞ্চের সংগঠক বাপ্পাদিত্য বসুর ওপর মৌলবাদী জামাত-শিবির চক্রের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশেরে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক। এক বিবৃতিতে নেতৃদ্বয় এই হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়ে বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করার কারণে সন্ত্রাসী জঙ্গিবাদী গোষ্ঠি বাপ্পাকে হত্যার নিশানা করেছে। আর এ মিশন সফল করতেই ওই গোষ্ঠী ২১ ডিসেম্বর রাতে আজিজ সুপার মার্কেটের সামনে বাপ্পাকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। এই হামলায় রিক্সা চালক ও বাপ্পদিত্য বসু আহত হয়। বাপ্পাদিত্য বসু অল্পের জন্য বেঁচে গেলেও রিক্সা চালক মারাত্মকভাবে আহত হয়। নেতৃদ্বয় বলেন, বেশ কিছুদিন ধরেই জামাত-শিবির বাপ্পাকে ফেসবুক ও মোবাইলে হত্যার হুমকি দিয়ে আসছিল।

    নেতৃবৃন্দ হত্যাচেষ্টাকারী জামাত-শিবির সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি