বাতিল করুন কালো আইন ৫৭ ধারা 

    0
    317

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩আগস্ট,শামসুল আলম স্বপন: বিরোধী দলের আন্দোলন থামাতে ৭৪ সালে তৈরী করা হয়েছিল ডিটেনশন আইন। যাকে সকল বিরোধী দল দেশের জনগণ কালো আইন বলে আখ্যা দিয়েছিল জাতীয় পার্টর আমলে রাষ্ট্রপতি.এরশাদ বিএনপি শাসনামলে খালেদা জিয়া সেই আইন আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর বেশী প্রয়োগ করেছিলেন

    বিএনপি শাসনামলেরক্রসফায়ারআওয়ামীলীগ আমলে হলোবন্দুক যুদ্ধঠেলাটা বোঝছে এখন বিএনপি। আওয়ামীলীগ যদি দেশে শেষ সরকার হয় তা হলে আমার কিছু বলার নেই ?
    দৈবক্রমে যদি অন্য কোন দল কিম্বা কোন গোষ্ঠি কোন দিন ক্ষমতায় আসে তা হলে ৫৭ ধারা আওয়ামীলীগের উপরই বেশী প্রয়োগ করা হবে তা বলার অপেক্ষা রাখে না। ,যেমনটি প্রয়োগ করা হয়েছিল ডিটেনশন আইন। তাই সময় থাকতে বাতিল করুন কালো আইন ৫৭ ধারা।  সাধু সাবধান !