বাগদাদে বোমা ও গুলিবর্ষণের ঘটনায় নারী শিশুসহ ৮০ জন নিহত

    0
    226

     

    বাগদাদে বোমা ও গুলিবর্ষণের ঘটনায় নারী শিশুসহ ৮০ জন নিহত
    বাগদাদে বোমা ও গুলিবর্ষণের ঘটনায় নারী শিশুসহ ৮০ জন নিহত

    আমারসিলেটটোয়েন্টিফোর.কম ০৪ সেপ্টেম্বর  : ইরাক জুড়ে শিয়া অধ্যুষিত এলাকায় ধারাবাহিক গাড়ি বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৮০ জন নিহত ও ২০০ মানুষ আহত হয়েছেন। বেশিরভাগ শিয়া অধ্যুষিত এলাকায় এ বোমা হামলা ঘটে।
    গতকাল মঙ্গলবার বিকালে রাজধানী বাগদাদের ১১টি এলাকায় গাড়িবোমা বিস্ফোরণ ঘটে। প্রায় দুই ঘণ্টা ধরে শিয়া মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতে চালানো এসব হামলায় অর্ধ-শতাধিক ব্যক্তি নিহত এবং অন্তত ২০০ লোক আহত হয়। বাগদাদের উত্তর অংশে অবস্থিত হুসেইনিয়া এলাকায় দুটি গাড়িবোমা হামলায় নিহত হয় ১০জন। বাগদাদের বাইরে আরো কয়েকটি শহরের বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় আরো ২০ ব্যক্তি নিহত হয়।
    শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, কেউ এসব পাশবিক হামলার দায়িত্ব স্বীকার করেনি।
    তবে আল-কায়েদার সদস্যরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করছে দেশটি।
    উল্লেখ্য, ইরাকে ২০১৩ সালের শুরু থেকে এ পর্যন্ত সন্ত্রাসী হামলায় অন্তত ৪,৫০০ মানুষ নিহত হয়েছে।