বাক প্রতিবন্ধী কিশোরীটির পরিচয় পেতে সহযোগিতা জরুরী

    0
    585

    নূরুজ্জামান ফারুকী নবীগঞ্জঃ  নবীগঞ্জের রাস্তায় অজ্ঞাত পরিচয় এক বাক প্রতিবন্ধী কিশোরীকে পাওয়া গেছে। গত শনিবার বিকেলে উপজেলা সমাজ সেবা কার্যালয় ও পুলিশের মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত মেয়েটিকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
    জানা যায়,  স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য খালেদ হাসান দুলনসহ দুইজন দুর্গাপুর বাজার থেকে হুসেনপুরে যাচ্ছিলেন। পথে ১৬ বছর বয়সী অজ্ঞাত পরিচয় বাক প্রতিবন্ধী একটি মেয়েকে কান্না করতে দেখেন। এ সময় আরো কয়েকজন এগিয়ে এসে মেয়েটিকে খালেদ হাসান দুলনের জিম্মায় দেন। পরে তাকে নিয়ে যাওয়া হয় নবীগঞ্জ থানায়। এক পর্যায়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে অবহিত করে পুলিশ কিশোরকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে সেফ হোমে পাঠানোর আদেশ দেন।
    নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার দাশ জানান, কিশোরীকে থানায় আনার পর, তার পরিচয় জানার চেষ্টা করলেও সে বাক প্রতিবন্ধী হওয়ায় কিছু বলতে পারছিল না। তবে ইশারায় বুঝিয়েছে কেউ তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গেছে।