বাংলাদেশ সিএইচসিপি এসোশিয়েশন সিলেটের মানববন্ধন

    0
    208

    আমারসিলেট24ডটকম,২৫অক্টোবরঃ জাতিসংঘ সনদ ও বাংলাদেশের সংবিধানে স্বাস্থ্যকে মৌলিক অধিকার রূপে স্বীকৃতি দেওয়া হয়েছে। তারই বাস্তবায়নের লক্ষ্যে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতা গ্রহনের পরপরই কমবেশি প্রতি ৬০০০ জনগোষ্ঠির প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ১টি করে কমিউনিটি ক্লিনিক স্থাপনের লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সারা দেশে কমিউনিটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনা গ্রহণ করে বর্তমানে প্রায় ১২৫৭৭টি চালু করা হয়েছে এবং ১৩৫০০ জন কমিউিনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (ঈঐঈচ) নিয়োগ দিয়ে মৌলিক প্রশিক্ষনের মাধ্যমে সেবা দানের জন্য কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব দেয়া হয়েছে। সিএইচসিপিদের সেবা দানের ফলে প্রায় ২৭ কোটি ভিজিটের মাধ্যমে গ্রামীণ জনগন সেবা গ্রহণ করছে জুন ২০১৪ইং পর্যন্ত। কমিউনিটি ক্লিনিক থেকে সেবা গ্রহন করে প্রায় ৯২% মানুষ সুন্তষ্ট (তথ্য সূত্র দৈনিক প্রথম আলো ১৬ আগষ্ট ২০১৪ইং) এবং কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে সেবা দানের পাশাপাশি ৩০ ধরনের ঔষধ ফ্রি দেয়া হয়। ঔষধ ফ্রি পেয়ে গ্রামীণ মানুষ খুবই খুশি। কিন্তু গত ১০/১০/২০১৪ইং তারিখে দৈনিক নয়া দিগন্ত পবিত্রকার দৃষ্টিপাত কলামে এম.এ রহমান নামক মাঠ কর্মচারী এসোশিয়শনের পক্ষেন কমিউনিটি ক্লিনিক ও কমিউনিটি ক্লিনিকে কর্মরত, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (ঈঐঈচ)  সম্পর্কে মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্র মূলক সংবাদ পরিবেশন হয়। উক্ত সংবাদের প্রতিবাদে ও কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকুরী জাতীয়করণের দাবীতে সিলেট জেলা সিএইচসিপি এসোশিয়েশনের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    গতকাল ২৪ অক্টোবর শুক্রবার সকাল ১০টার সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ সিএইচসিপি এসোশিয়শনের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সায়ফুল আলম রুকনের সভাপতিত্বে সিলেট বিভাগীয় সিএইচসিপি এসোশিয়শনের সভাপতি হান্নান সিদ্দিকী ও সিলেট বিভাগ এসোশিয়শনের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হুসাইনের যৌথ পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা  সিএইচসিপি এসোশিয়শনের সেক্রেটারী নজরুল ইসলাম, সহ-সভাপতি আবু কওছর, সহ-সভাপতি শহীদ আহমদ কাপ্পু, সহ-সভাপতি বাবলী বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদ শাহরিয়ার, কুহিনুর বেগম চৌধুরী, লোকমান আহমদ, রিমন আহমদ চৌধুরী, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক আজমল আলী, আহাদ আহমদ চৌধুরী, মাহবুবুল আলম, আব্দুল হান্নান, সেলিম উদ্দিন, খালেদ জিলানী, জিয়াউর রহমান, জিয়াউল হক সেলিম, বিলাল হোসেন, হেলাল আহমদ, সোহেল আহমদ, আকরামুল হক চৌধুরী, সৈয়দ হাবিবুল হক, রাজন আহমদ, রেবা রাণী পিংকী, আবু তালহা, বাপ্পা দাস, লেচু মিয়া, উজ্জল, দেলোয়ার হোসেন হীরা, ইমরান আহমদ কাবুল প্রমুখ।