বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদের শীতবস্র-পুরষ্কার বিতরণ

    0
    279

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩জানুয়ারীঃ আজ শনিবার বিকালে  ভুনবীর  তেমুহনা চত্বরের হাজী মনু মিয়া এতিমখানা মাদ্রাসা মাঠে  বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদের শীতবস্র ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

    বিজয়ের মাস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদ ও আলিশারকুল গ্রাম দারিদ্র বিমোচন কমিটির উদ্যোগে গ্রামের এতিম ও অতি দরিদ্র স্কুল পড়ুয়া ও ঝড়ে পড়া বাচ্চাদের লেখাপড়ায় আরও উৎসাহিত করার লক্ষ্যে, গত ১৫ই জানুয়ারী ২০১৬ইং তারিখে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী এবং শ্রীমঙ্গল উপজেলার নারী মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও জামুকার তালিকায় অন্তর্ভূক্ত মুক্তিযোদ্ধাগণ সহ গ্রামের অতি দরিদ্রলোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ  অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আছকির মিয়া-সিনিয়র সহ-সভাপতি, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ।

    বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধা ও বীরপ্রতীক মোঃ ফোরকান উদ্দিন, এ.এস.এম ইদ্রিস (লেদু), মহাপরিচালক, সপ্তডিঙ্গা,বীর মুক্তিযোদ্ধা বাবু অশোক কুমার নাগ, জেলা কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদ, সিলেট সদর।বীর মুক্তিযোদ্ধা বাবু কুমোদ রঞ্জন দেব, থানা কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, শ্রীমঙ্গল উপজেলা।বীর মুক্তিযোদ্ধা মোঃ ছমরু মিয়া, সহকারী থানা কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, শ্রীমঙ্গল উপজেলা।মো: মনির মিয়া, সভাপতি, উপজেলা আওয়ামীলীগ, শ্রীমঙ্গল।বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান, সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ, শ্রীমঙ্গল।বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মতলিব, চেয়ারম্যান ৫নং কালাপুর ইউপি ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, শ্রীমঙ্গল।মো: ফিরোজ মিয়া, চেয়ারম্যান, ১নং মির্জাপুর ইউপি, শ্রীমঙ্গল।

    আরও উপস্থিত ছিলেন, রনেন্দ্র প্রসাদ বর্ধন (জহর), চেয়ারম্যান, ৬নং আশিদ্রোণ ইউপি, শ্রীমঙ্গল। ভানু লাল রায়, চেয়ারম্যান, ৩নং শ্রীমঙ্গল ইউপি।জনাব মোঃ আব্দুল্লাহ-আল হেলাল, চেয়ারম্যান, ৪নং সিন্দুরখাঁন ইউপি, শ্রীমঙ্গল। বিজয় বুনার্জী, চেয়ারম্যান, ৭নং রাজঘাট ইউপি, শ্রীমঙ্গল। প্রাণেশ গোয়ালা, চেয়ারম্যান, ৮নং কালিঘাট ইউপি, শ্রীমঙ্গল।রঘুনাথ দেব (রিংকু), চেয়ারম্যান, ৯নং সাতগাঁও ইউপি, শ্রীমঙ্গল।মোঃ চেরাগ আলী, সাবেক চেয়ারম্যান, ভূনবীর ইউ.পি/ সভাপতি, ২নং ভূনবীর ইউ.পি আওয়ামীলীগ, শ্রীমঙ্গল।সত্যব্রত দত্ত (টুলটুল), প্রশাসনিক কর্মকর্তা, বি.টি.আর.আই, শ্রীমঙ্গল।জহর তরফদার, প্রধান শিক্ষক, চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল এবং সভাপতি, প্রাথমিক জেলা শিক্ষক সমিতি।গোপাল দেব চৌধুরী, সভাপতি, প্রেস ক্লাব, শ্রীমঙ্গল।বঙ্গকবি মোঃ লুৎফুর রহমান, সম্পাদক, সাপ্তাহিক জয়বার্তা এবং বার্তা সম্পাদক, এনএনসি টিভি চ্যানেল।অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক, শ্রীমঙ্গল পৌর আওয়ামী-লীগ।অয়ন চক্রবর্তী, প্রধান শিক্ষক, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ও সভাপতি, শ্রীমঙ্গল উপজেলা শিক্ষক সমিতি।জয়শ্রী শিখা চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, শ্রীমঙ্গল উপজেলা।মোঃ আকরামুল হক (সোহাগ), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, শ্রীমঙ্গল প্রমুখ।

    প্রধান সমন্বয়কারী-বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গোলাম কাদের, চেয়ারম্যান বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদ, ঢাকা।সভাপতিত্ব করেন-মোঃ আব্দুর রশিদ, চেয়ারম্যান, ২নং ভূনবীর ইউনিয়ন পরিষদ, শ্রীমঙ্গল।

    সার্বিক সহযোগিতায় ছিলেন-জাতীয় বীর-শেখ জামান, বিভাগীয় কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদ, সিলেট বিভাগ। আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম- প্রতিনিধি, ও নিজস্ব প্রতিনিধি সাপ্তাহিক জয়বার্তা, এবং সাধারণ সম্পাদক, আলিশারকুল গ্রাম দারিদ্র বিমোচন কমিটি সাতগাঁও, শ্রীমঙ্গল।