বাংলাদেশ ব্যাটিংয়ে ৭৩ রানের টার্গেট

    0
    227

    আমারসিলেট24ডটকম,১৬মার্চঃ দেশের মাটিতে টি-টোয়েনটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। কিন্তু ইনিংসের শুরুতেই আফগানিস্তানকে হতাশায় ডুবিয়ে খেলার প্রথম বলেই আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদকে প্যাভেলিয়নে পাঠান। পঞ্চম ওভারে শুরু হয় সাকিব তাণ্ডব। ওই ওভারের দ্বিতীয় বলে আউট হন গুলবাদিন নবী এবং তৃতীয় বলে নজিবুল্লাহ তারাকাই। হ্যাট্রিকের সুযোগ তৈরি হলেও তা ব্যর্থ করে দেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে টোকা দিয়ে রান নেওয়ার চেষ্টাকালে সাব্বির রহমানের থ্রোকে স্ট্যাম্প উড়ে গেলে আউট হন নওরোজ মঙ্গল।

    পরে আব্দুর রাজ্জাক প্যাভিলিয়নে ফেরত পাঠান সামিউল্লাহ শেনওয়ারিকে।  এর আগে ফরহাদ রেজার থ্রোতে আউট হয়েছেন করিম সাদিক। এর আগে আব্দুর রাজ্জাকের বলে সাজঘরে যান আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। শফিকুল্লাহকে আউট করেন মাহমুদুল্লাহ। দৌলত জারদানের উইকেট পান ফরহাদ রেজা। আর শাপুর জারদানকে সাকিব ফিরিয়ে দিলে ১৭ ওভার ১ বলে ৭২ রানে থেমে যায় আফগান ইনিংস। আফগানিস্তানের পক্ষে ২৫ বলে সর্বোচ্চ ২১ রান করেছেন গুলবাদিন নবী। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৩টি, আব্দুর রাজ্জাক ২টি এবং মাশরাফি, মাহমুদুল্লাহ, ফরহাদ রেজা ১টি করে উইকেট পেয়েছেন। বিরতির পর বাংলাদেশ ব্যাটিংয়ে নামবে ৭৩ রানে টার্গেটে।

    বাংলাদেশঃ মুশফিকুর রহিম (অধিনায়ক), আব্দুর রাজ্জাক, আল-আমিন হোসেন, এনামুল হক, ফরহাদ রেজা, মাহমুল্লাহ, মাশরাফি বিন মোরতুজা, মুমিনুল হক, নাসির হোসেন,  রুবেল হোসেন,সাব্বির রহমান,শামসুর রহমান, সাকিব আল হাসান, সোহাগ গাজী ও তামিম ইকবাল।
    আফগানিস্তানঃ  মোহাম্মদ নবী (অধিনায়ক), আফতাব আলম,  আজগর স্তানিকজাই, দৌলত জারদান, গুলবাদিন নবী, হামজা হোতাক, করিম সাদিক, মিরবাইস আশরাফ, মোহাম্মদ শাহজাদ, নজিবুল্লাহ, তারাকাই, নজিবুল্লাহ জারদান, নওরোজ মঙ্গল, সামিউল্লাহ শেনওয়ারি, শফিকুল্লাহ ও শাপুর জারদান।