বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধির বিরুদ্ধে ৫০কোটি টাকার মামলা

    0
    327

    আমারসিলেট24ডটকম,০৩জুনঃ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে ওই পত্রিকারসাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে ৫০কোটি টাকার ক্ষতিপূরণচেয়ে সাতক্ষীরার যুগ্ম জেলা জজ আদালতেমামলা করা হয়েছে।গতকাল সোমবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক ডাক্তার আফম রুহুল হক মামলাটি দায়ের করেন।।
    মামলা নং-মানি-২/২০১৪। সাতক্ষীরার যুগ্ম জেলা জজ আদালতের দ্বিতীয় বিচারকরিপতী কুমার বিশ্বাস আজ মঙ্গলবার  মামলাটি আমলে নিয়ে মনিরুল ইসলাম মনিরবিরুদ্ধে সমন জারি করেছেন।

    আদালত ও মামলার সূত্রে জানা গেছে,বাংলাদেশ প্রতিদিনে চলতি বছরের ৩এপ্রিল তারিখে “সাতক্ষীরাকে দেশ বিচ্ছিন্ন করেছিলেন রুহুল হক” শিরোনামেএকটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ভিত্তিহীন হিসেবে উল্লেখ করে আফম রুহুল হকপ্রকাশিত সংবাদে তার ৫০কোটি টাকার সম্মানহানি হয়েছে বলে ক্ষতিপূরণ দাবিকরেছেন।

    অপরদিকে অভিযুক্ত মনিরুল ইসলাম মনি দাবী, “শুধুমাত্র তাকেই হয়রানি করারউদ্দেশ্যে পত্রিকার সম্পাদক ও প্রকাশককে বাদ দিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি  আরও দাবী করেন, মামলা করার আগে পত্রিকায় প্রতিবাদ পাঠানোসহ যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরনও করেনি মামলার বাদী।