বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চে ডাঃ মিলন দিবসের আহবান

    0
    237

    আমারসিলেট24ডটকম,২৮নভেম্বরঃ স্বৈরাচার বিরোধী গণআন্দোনের এক অগ্নিঝরা উত্তাল মুহুর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ত্রাসীদের গুলিতে বি এম এর কেন্দ্রীয় নেতা ডাঃ শামসুল আলম মিলন শহীদ হন। ১৯৯০ সালের ডাঃ মিলনের রক্তের শপথে স্বৈরাচার বিরোধী আন্দোলন ছাত্র ও গণঅভুথানে রুপ নেয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদ জিয়ার নেত্রীত্বে দেশ বাসী স্বৈরাচার হঠাতে সক্ষম হয়। বর্তমান দেশের প্রেক্ষাপটে অগ্নিঝরা দিনগুলুর কথা স্বরণ করে সংবিধানিক ধারা অব্যাহত রাখতে শহীদ ডাঃ মিলনের স্বপ্ন বাস্তবায়নে গণত্রন্ত্রের স্বার্থে  সরকারীদল ও বিরোধীদলকে ঐক্যমতে পৌছার আহবান জানিয়েছে বক্তাগন।

    গতকাল বুধবার ২৭ নভেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চ সিলেট মহানগর শাখার উদ্দোগে আম্বরখানাস্থ অস্থায়ী কার্য্যালয়ে ডাঃ শামসুল আলম মিলন দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।  বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চ সিলেট মহানগর শাখার সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রহিম কয়েছের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের কেন্দ্রীয় মহাসচিব  সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, বিশেষ অতিথি সাংবাদিক এম, সামছু মিয়া। প্রধান অতিথি বলেন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতা রক্তিম সুর্য টিকিয়ে রাখতে দেশের গণতন্ত্রের স্বার্থে সকল রাজনৈতিক দলকে ঐক্যমতে পৌছতে হবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেলাল আহমদ, রেজওয়ান আহমদ, জাহেদ আহমদ, সাকারিয়া হোসেন শাকিল, ইফতি আহমদ সুমিম, আব্দুল জলিল সুহেল, আলী হোসেন রিপন, কামাল মিয়া, শাহাদাত হোসেন, ঝলক দেব, মেহরাজ আহমদ মিলাদ, হোসনা আক্তার ছোয়া, ওয়েকপম অঞ্জু, বাবুল আহমদ, হারিছ আহমদ, বদরুল ইসলাম প্রমুখ।