বাংলাদেশ থেকে ৩০ হাজার কর্মী নিতে ইরাকের সমঝোতা স্মারকে সই

    0
    242

    আমার সিলেট ডেস্ক,৩১ আগস্ট : বাংলাদেশ থেকে কর্মী নিতে ইরাক সমঝোতা স্মারকে সই করেছে। ফলে ৩০ হাজার কর্মী ইরাকে কর্মসংস্থানের সুযোগ পাবেন।শনিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সই হয়।বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন ও ইরাকের পক্ষে দেশটির শ্রমমন্ত্রী নাসের আল রুবেইয়ে সমঝোতা স্মারকে সই করেন।অনুষ্ঠানে জানানো হয়, সেপ্টেম্বরে ইরাকের একটি সিলেকশন (নির্বাচনী) কমিটি বাংলাদেশে আসবে। সেসময় এক হাজার কর্মী মনোনয়ন করা হবে।

    পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে মোট ৩০ হাজার কর্মী নেবে ইরাক। তবে  বাংলাদেশি কর্মীরা ইরাকে গিয়ে কী ধরনের কাজ করবেন সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।ইরাক যেতে কর্মীদের কতো টাকা খরচ হবে তা সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।ইরাকের শ্রমমন্ত্রী নাসের আল রুবেইয়ের সঙ্গে নয় সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন।