বাংলাদেশ থেকে শ্রমিক নিতে যাচ্ছে সৌদি আরব

    0
    233

    আমারসিলেট 24ডটকম ,২৭সেপ্টেম্বর : দিন দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দক্ষ জনশক্তির বাজার বাড়ছে। দীর্ঘ পাঁচ বছর পর ফের বাংলাদেশ থেকে শ্রমিক নিতে যাচ্ছে সৌদি আরব।বাংলাদেশ থেকে শ্রমিক আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সৌদি সরকারকে সুপারিশ করেছে দেশটির মন্ত্রী পর্যায়ের সংশ্লিষ্ট প্যানেল। ২০০৮ সালে বাংলাদেশ থেকে শ্রমিক আমদানি বন্ধ রেখেছিল সৌদি আরব।

    সৌদি সরকার সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নিয়মিতভাবে বাংলাদেশ থেকে গৃহকর্মী ও চালক নেওয়া হবে। তবে বাংলাদেশকে নিশ্চিত করতে হবে, সৌদি আরবে নিয়ম লঙ্ঘন করবে না বাংলাদেশি শ্রমিকরা।সৌদি শ্রম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকার বিশেষ করে পরিষ্কার ও ব্যবস্থাপনা চুক্তি বাস্তবায়নের জন্য বাংলাদেশি শ্রমিকদের ভিসা দেওয়া চালু রাখবে। বাংলাদেশ থেকে কম বেতনে প্রশিক্ষিত ও যোগ্য শ্রমিক পাওয়া যাবে।বাংলাদেশের শ্রম বিষয়ক কর্মকর্তা মোকাম্মেল হোসেন সৌদি প্যানেলের সুপারিশকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, এটি সৌদিতে প্রশিক্ষিত ও যোগ্য শ্রমিক রফতানি করতে তার দেশকে সহায়তা করবে।