বাংলাদেশ থেকে আগত শিক্ষক প্রতিনিধিদের সাথে বৃটেনে

    0
    231

    কার্ডিফবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৩জুন,সিতাব আলী:বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের বিভিন্ন স্কুল কার্ডিফ কাউন্টি কাউন্সিল এর আমন্ত্রনে বাংলাদেশের সিলেট বিভাগের ৭টি স্কুলের শিক্ষক প্রতিনিধিরা অতি সম্প্রতি কার্ডিফের ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারে কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় মিলিত হন।

    শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান কমিউনিটি লিডার আলহাজ্ব শাহ আলী আকবর এর সভাপতিত্বে এবং ডেইলি সিলেট, মৌমাছি কণ্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি বাংলাটিভির ওয়েলস এ্যাম্বেসেডর মকিস মনসুর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অংশ নেন শাহজালাল মসজিদের খতীব মাওলানা হাফিজ মো: বদরুল হক, ক্বারী শাহ তসলিম আলি, প্রিন্সিপাল নিজাম উদ্দিন তরফদার, প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, প্রধান শিক্ষক মো: সালেহ আহমদ, সিনিয়র শিক্ষক মো: শমসের আলি, মোয়াজ্জেম হোসাইন, মসজিদ কমিটির ভাইস চেয়ারম্যান বকশী হারুনুর রশিদ, জয়েন্ট সেক্রেটারী জুবায়ের আহমদ চৌধুরী, ট্রেজারার হারুনুর রহমান, জয়েন্ট ট্রেজারার দিলওয়ার এম চৌধুরী, শেখ মো: আনোয়ার, ময়না মিয়া, শাহ গোলাম কিবরিয়া, মতিউর রহমান ও সৈয়দ মো: রিপন আহমদ প্রমুখ।

    বাংলাদেশ থেকে আগত শিক্ষকবৃন্দ এখানকার বাংলাদেশ কমিউনিটির উজ্জল ভাবমুর্তির ভূয়শী প্রশংসা করে তাদের শিক্ষামূলক সফরের অভিজ্ঞতার বিভিন্ন দিক তুলে ধরেন।

    প্রবাসী নেতৃবৃন্দ আগত শিক্ষকবৃন্দকে স্বাগত জানিয়ে তাদের সফরের এখানকার স্কুলগুলোর লেখাপড়ার মান ও পদ্ধতির আলোকে বাংলাদেশে গিয়ে যথাযথ প্রদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।