বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

    0
    222

    আমারসিলেট24ডটকম,১ডিসেম্বরঃ বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আফরাসিয়াব মেহেদী হাশেমি কোরায়াশীকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে তাকে তলব করা হয়। তলবের কিছুক্ষণের মধ্যেই তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন বলে জানা গেছে। মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, কাদের মোল্লার ফাঁসিকে পাকিস্তানের সংসদে বিচারিক হত্যাকাণ্ড উল্লেখ করে যে প্রস্তাব করা হয়েছে তার প্রতিবাদ জানাতে পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। প্রসঙ্গত, গতকাল সোমবার পাকিস্তানের পার্লামেন্টে বাংলাদেশের৭১’র যুদ্ধাপরাধীদের বিচার এবং মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লার ফাঁসির বিষয়ে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করে শোক প্রস্তাব পাশ করা হয়।
    পক্ষান্তরে ৭১”র যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির বিষয়ে এর আগে আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে নির্বাচনকালীন সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছে। এ সময় এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, আশা করি পাকিস্তান তার অবস্থান থেকে সরে আসবে এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নেছার আলী তার বক্তব্য প্রত্যাহার করবেন