বাংলাদেশে এশিয় ক্রিকেটের বড় আসর:পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

    0
    394

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯জানুয়ারীঃ আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে এশিয় ক্রিকেটের সবচেয়ে বড় আসর এশিয়া কাপ।

    এশিয়ার চারটি টেস্ট খেলুড়ে দেশ—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ ছাড়াও অংশ নেবে আইসিসির সহযোগী একটি দেশ। সেই স্থানের জন্য ১৯ ফেব্রুয়ারি থেকে বাছাইপর্ব খেলবে আফগানিস্তান, ওমান, হংকং ও সংযুক্ত আরব আমিরাত। সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

    বুধবার এই প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও পাঁচবারের শিরোপাজয়ী ভারত। ২৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

    ৬ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে। ফইনালসহ মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

    এশিয়া কাপের সূচি:
    ২৪ ফেব্রুয়ারি —- ভারত বনাম বাংলাদেশ
    ২৫ ফেব্রুয়ারি —- শ্রীলঙ্কা বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল
    ২৬ ফেব্রুয়ারি —- বাংলাদেশ বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল
    ২৭ ফেব্রুয়ারি —- ভারত বনাম পাকিস্তান
    ২৮ ফেব্রুয়ারি —- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
    ২৯ ফেব্রুয়ারি —- পাকিস্তান বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল
    ১ মার্চ —- ভারত বনাম শ্রীলঙ্কা
    ২ মার্চ —- বাংলাদেশ বনাম পাকিস্তান
    ৩ মার্চ —- ভারত বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল
    ৪ মার্চ —- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা
    ৬ মার্চ —- ফাইনাল

    এর আগে বাংলাদেশ চারবার এশিয়া কাপ আয়োজন করেছে। প্রথম দুবার ১৯৮৮ ও ২০০০ সালে। এরপর ২০১২ ও ২০১৪ সালে পরপর দুবার।