বাংলাদেশে অনুপ্রবেশকারী নিবন্ধিত রোহিঙ্গা ৮লক্ষাধিক

    0
    199

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১ডিসেম্বর,ডেস্ক নিউজঃ বাংলাদেশে অনুপ্রবেশকারী নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা এখন ৮ লাখ ৪৭১। গতকাল পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা হয়েছে এদের।

    মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্রপন্থী রাখাইন সন্ত্রাসীদের অগ্নিসংযোগ, ধর্ষণ,লুটপাট,গুলিবর্ষণের হাত থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা এসব রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২ অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নিয়েছে।

    মিয়ানমারের এই নাগরিকদের প্রত্যাবাসনের আওতায় নিয়ে আসতে রোহিঙ্গা নারী, পুরুষ, শিশুদের নিবন্ধন কার্যক্রম হাতে নেয় বাংলাদেশ সরকার। এই ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন প্রক্রিয়া বাস্তবায়নের কাজ করছে পাসপোর্ট অধিদপ্তর।

    কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট অনুযায়ী গতকাল পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ছয় লাখ ৩৯ হাজার ৩২০ জন । ২৫ আগস্ট ২০১৭-এর আগে আগত মিয়ানমার নাগরিকের সংখ্যা দুই লাখ চার হাজার ৬০ জন। সব মিলিয়ে গতকাল পর্যন্ত আট লাখ ৪৭১ রোহিঙ্গা নাগরিককে নিবন্ধনের আওতায় আনা হয়েছে।

    অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে।