বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ ভারতে গ্রেফতার

    0
    307

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৫মার্চঃ দেশের পুলিশ ঘোষিত শীর্ষ সন্ত্রাসীদের একজন মোল্লা মাসুদ ভারতে পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়েছেন বলে জানা গেছে।বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মোল্লা মাসুদের নামে ইন্টারপোলের ‘রেড নোটিস’ ছিল।তিনি দেশে অন্তত দশটি হত্যা মামলার আসামী।

     পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিকে উদ্ধৃত করে  গণমাধ্যম বলছে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মোল্লা মাসুদকে পশ্চিমবঙ্গের সিআইডি গ্রেফতার করেছে।তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

    মোল্লা মাসুদকে আসলে কয়েকদিন আগেই চব্বিশ পরগনার ব্যারাকপুর থেকে তাকে আটক করা হয়েছে।

    তিনি জানান আজ নিশ্চিত হয়ে আনুষ্ঠানিকভাবে তার গ্রেফতারের বিষয়টি প্রকাশ করা হয়েছে।

    জানা যায়, মতিঝিল ও গোপীবাগ এলাকায় একসময় ত্রাসের রাজত্ব কায়েম করেন মোল্লা মাসুদ। অপরাধজগতে তার গুরু আরেক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন।

    সরকারের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও গ্রেফতারে পুরস্কার ঘোষণার পর ভারতে পালিয়ে যান মোল্লা মাসুদ।

    ভারতে মূলত তিনি আবু রাসেল মোঃ মাসুদ নামে পরিচিত। ভারতীয় নাগরিক রিজিয়া সুলতানা নমক এক নারীকে বিয়ে করে এক যুগের বেশি সময় মোল্লা মাসুদ সেখানে বসবাস করছেন।