বাংলাদেশসহ এশিয়ার ১১টি দেশকে পোলিওমুক্ত ঘোষণা

    0
    300

    আমারসিলেট24ডটকম,২৭মার্চঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশকে পোলিওমুক্ত ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয় থেকে বাংলাদেশকে এই পোলিওমুক্ত সনদ নেয়া হয়। এ উপলক্ষে ডব্লিউএইচওর আঞ্চলিক সনদ কমিটির সদস্য অধ্যাপক মাহমুদুর রহমান জানান, জনস্বাস্থ্যের ক্ষেত্রে এই অর্জন এ অঞ্চলের জন্য একটি মাইলফলক। বাংলাদেশের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকসহ ১১টি দেশের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
    এদিকে এ অঞ্চলের পোলিওমুক্ত বাকি ১০টি দেশ হলো ভুটান, উত্তর কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও পূর্ব তিমুর। গত ৩ বছরে এ দেশগুলোতে একজনও পোলিও রোগী পাওয়া যায়নি। এ প্রেক্ষাপটে এ অঞ্চলকে পোলিওমুক্ত সনদ দিয়েছে ডব্লিউএইচও। এর মাধ্যমে সংস্তার ৬টি অঞ্চলের মধ্যে ৪টিই পোলিওমুক্ত সনদ পেল।
    অন্যদিকে ডব্লিউএইচওর আফ্রিকা ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের সবগুলো দেশ যদি টানা তিন বছর পোলিওমুক্ত থাকতে পারে তাহলে পুরো বিশ্বকেই পোলিওমুক্ত ঘোষণা করা সম্ভব হবে। পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ পাকিস্তান ও আফগানিস্তানে এখনো পোলিওর প্রকোপ রয়েছে। পাকিস্তানের সাথে ভারতের দীর্ঘ সীমান্ত  যোগাযোগ থাকায় দক্ষিণ পূর্ব এশিয়ার জন্যও এ দুটি দেশ ঝুঁকি তৈরি করছে।