বহিষ্কৃত কানু ভুয়া ডিবি পরিচয়ে মৌলভীবাজার থেকে আটক

    0
    284

    মৌলভীবাজার প্রতিনিধিঃ  দোকানে পলিথিন আছে এমন অভিযোগ এনে নিজেকে ডিবি পুলিশের একজন পরিচয় দিয়ে চাঁদাবাজী করতে গিয়ে মৌলভীবাজার শহর থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে শাওন রায় কানু (৪৫) নামে শ্রীমঙ্গলের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

    সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের কুদরত উল্লাহ সড়কের মেসার্স আলামিন জেনারেল ষ্টোর থেকে ডিবি পুলিশ পরিচয় দেয়া কানুকে আটক করে পুলিশ।

    আটকৃত শাওন রায় কানু শ্রীমঙ্গল উপজেলার পাদ্রীবাংলা, মিশন রোড এলাকার বিমল রায় এর ছেলে বলে জানা যায়।

    মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি বিনয় ভূষন রায় জানান, আটক শাওন বিকেলে শহরের কুদরত উল্লাহ সড়কের আলামিন জেনারেল ষ্টোর নামক একটি দোকানে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঐ দোকানে পলিথিন আছে বলে চাদা দাবি করেন।

    এসময় তিনি আরও জানান, আটক শাওন ২০০৬ সাল পর্যন্ত পুলিশে চাকুরী করার পর সেখান থেকে বহিস্কার হয়।

    অপর একটি সুত্রে জানা গেছে আটক কানু দীর্ঘদিন ধরে এই কাজে জড়িত,সে সারা দিন শ্রীমঙ্গল থানার আশপাশে ঘুরাফেরা করে পরিচিতজনদের কাছে তার মামা একই জেলাধীন এক থানার ওসি, অপর থানায় এক ভাই এসআই ইত্যাদি প্রচার করে লোকজনের মধ্যে ভীতি তৈরি করে লোকজনের দুর্বলতা জেনে শুনে বেকায়দায় ফেলে অর্থ আদায় করে থাকে। তার এই কাজে শ্রীমঙ্গলের বেশ কয়েকজন নিয়মিত সহযোগিতা করে থাকেন বলে ওই সুত্র থেকে জানা যায়।