বহির্বিশ্বে আলোকিত বাংলাদেশী গ্রন্থ প্রকাশ করে সাংবাদিক

    0
    327

    রহমত আলী এক যুগান্তকারী ইতিহাস রচনা করেছেনঃভি.সি. ঢাকা বিশ্ববিদ্যালয়

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪মার্চঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক বলেছেন, বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা আলোকিত বাংলাদেশী ও বাঙালি বংশদ্ভুত বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক, উদ্ভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, শিল্পী ও গুণীজনদের সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে দীর্ঘ দেড় যুগ পরিশ্রম করে সাংবাদিক রহমত আলী বহির্বিশ্বে আলোকিত বাংলাদেশী গ্রন্থ প্রকাশ করে এক যুগান্তকারী ইতিহাস রচনা করেছেন। আমি তাঁর সাফল্য কামনা করি। বিশ্বের বিভিন্ন দেশে এখনো অনেক বাঙালি সন্তান রয়েছেন যাদের আমরা চিনি না, জানি না, মালয়েশিয়ার ফাদার অব নেশন মাহাথীর মুহাম্মদের পূর্ব পুরুষ আমাদের চট্টগ্রামের বাসিন্দা ছিলেন। তা আমরা জানতে পারিনি। সাংবাদিক রহমত আলীর গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে লেখককে সংবর্ধনা প্রদান করে বাংলাদেশ পোয়েট্স ক্লাব আজ একটি মহতি কাজ করেছে। গুণীকে সম্মাননা দেয়া আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য।

    গত ১২ মার্চ বিকেলে ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাব ভি.আই.পি লাউঞ্জে বাংলাদেশ পোয়েট্স ক্লাব এর উদ্যোগে “লন্ডনস্থ দর্পণ পত্রিকা সম্পাদক” সাংবাদিক রহমত আলী রচিত “বহির্বিশ্বে আলোচিত বাংলাদেশী” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভি.সি, আরেফিন স্যার উপরোক্ত কথাগুলো বলেন।

    পোয়েট্স ক্লবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও কবি খন্দকার ফায়েকুজ্জামান ফরিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এম.পি, আজকের সূর্যোদয়ের প্রধান সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, সংর্ধিত অতিথি সাংবাদিক রহমত আলী, বিশ্ব কবিতা কংগ্রেসের সভাপতিকবি মুহাম্মদ আব্দুল মালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর কবি ড. শহীদুল্লাহ আনসারী, সাংবাদকি গাজীউল হাসান খান, প্রধান বক্তার বক্তব্য রাখেন হিউম্যান রাইটস্ এন্ড পীস ফর বাংলাদেশ এর সভাপতি এডভোকেট মনজিল মোরসেদ।

    আলোচনায় অংশ নেন পোয়েট্স ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবি মির্জা আশরাফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক কবি ডাঃ এস.এম সরওয়ার, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক কবি ফাতেমা ইসরাত রেখা, কবি আল মায়ামী, মহিলা সম্পাদক কবি শেফালী ফেরদৌসী, সহ সাংস্কৃতিক সম্পাদক কবি অলকাদেবী শিলা, প্রচার সম্পাদক অমিতাভ চক্রবর্তী, দপ্তর সম্পাদক মিঠুন চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক একুশে বাণীর স্টাফ রিপোর্টার মাহমুদ আলম চৌধুরী, বঙ্গবন্ধু গবেষক প্রিয়া সরকার, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর হোসেন, শিশু সাহিত্যিক শামীমা জাফরিন, কবি জুয়েল মাহমুদ, মানবাধিকার সাংবাদিক মেহের নিগার চ ল, কবি মির্জা শেলী পোয়েট্স ক্লাব ঢাকা মহানগর সভাপতি কবি হারিস হাসান সাগর, দৈনিক মুক্ততথ্যের স্টাফ রিপোর্টার নিলুফা ইয়াসমিন তানিয়া, অপরাধ বিচিত্রার স্টাফ রিপোর্টার ডাঃ মাহবুবা নার্গিস সানু, এডভোকেট, মোঃ গোলাম নুর্নুবী, মোঃ জাহাঙ্গীর, কবি আজাদ চৌধুরী, সানজিদা আহসান, এম আলী জালালাবাদী, মোঃ দিলওয়ার হোসেন রাতুল, মোঃ সাইদুর রহমান, রাসেল আহমদ, মোঃ আবুল মিয়া, নোমান চকদার, রাণা মুহাম্মদ সুহৃদ,পারভিন আমিন, ফাতেমা আমিন কাজী, আবুল আক্তার মাইসা, সৈয়দা শাহীন আরা লাইলী, এডভোকেট এখলাছ উদ্দিন ভূইয়া, এডভোকেট জাহাঙ্গীর হোসেন দুলাল, মোঃ অরণ্য জিয়া, আজিজুল হক মিন্টু, জিন্নাত আরা, মোহাম্মদ ওয়াহিদা বেগম, আবিদা সুলতানা ইমা। অনুষ্ঠানে লেখক রহমত আলীকে মানপত্র ও পোয়েট্স ক্লাব এ্যাওয়ার্ড ২০১৬ প্রদান করা হয়।