বসতবাড়ির সীমানাকে কেন্দ্র করে চুনারুঘাটে আহত-৩ নারী

    0
    242

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭ফেব্রুয়ারীঃ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের হিমালিয়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আঃ জাহির সরকারের স্ত্রী চাঁন বানু (৭০) ও তার বোন তারা বানু (৬৫) ও পুত্রবধু সুখিলা খাতুন (৩২) সহ একই পরিবারের ৩জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে  দুর্বৃত্তরা।

    জানা যায়, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মদন ছড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে। তাদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে ৩ জনকে গুরুতর আহত অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এর মধ্যে  জিতু মিয়ার স্ত্রী সুখিলা খাতুন (৩২) এর গর্ভ অবস্থায়  পিটিয়ে গুরুতর আহতের ফলে কর্তব্যরত ডাক্তার  তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে। মৃত মুক্তিযোদ্ধা আঃ জাহির সরকারের স্ত্রী চাঁন বানু জানায়, উপজেলার হিমালিয়া একই গ্রামের মৃত সুলতান উল্লার পুত্র করিম উল্লা, আঃ হাই ওরফে ফোটই মিয়ার পুত্র ছাদেক মিয়া, মৃত আঃ মতলিবের পুত্র আঃ হাসিম, করিম উল্লার পুত্র কাশেমসহ একদল দুর্বৃত্ত জিতু মিয়ার বসত বাড়ী সীম সীমানা নিয়ে কেন্দ্র করে এক পর্যায় মুক্তিযোদ্ধার স্ত্রী চাঁন বানুর সাথে কথা কাটাকাটি হলে এ সময় জিতু মিয়ার স্ত্রী বাধা দিতে আসলে উত্তেজিত হয়ে কাশেম মিয়াসহ তার দলবল নিয়ে তাদের হাতে থাকা ধারালে অস্ত্র ও লাঠিসোটার পিটুনিতে একই পরিবারের ৩জন গুরুতর আহত হয়।

    এ ব্যাপারে জিতু মিয়া ৫/৭জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।

    উল্লেখ্য যে, দীর্ঘদিন যাবত  জিতু মিয়ার মাতা চাঁন বানুর সাথে কাশেমের বিরোধ চলে আসছিল বলে জানা যায়।