বন্ধুর বাসা থেকে গয়েশ্বর গ্রেপ্তারঃখালেদা জিয়ার নিন্দা

    0
    228

    আমারসিলেট24ডটকম,২৬ডিসেম্বরঃ বাংলাদেশ জাতীয় দল- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ‘নাশকতার’ অভিযোগে আজ শুক্রবার ভোর ৬টার দিকে ৭৭/৭ নম্বর সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের এ আর ভবনের একটি বাসা থেকে গয়েশ্বর চন্দ্রকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এদিকে গয়েশ্বরকে গ্রেপ্তার ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, বাসায় তল্লাশীর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
    আজ শুক্রবার সকালে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত প্রতিবাদ বিবৃতিতে বেগম খালেদা বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার এখন শেষ মরণকামড় দেয়ার জন্য বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ণের তীব্রতা বৃদ্ধি করেছে। কারণ ক্ষমতা জবরদখলকারী এই অবৈধ সরকার কোনভাবেই জনগণকে কাছে টানতে না পেরে বিভৎস প্রতিহিংসায় মেতে উঠেছে। সেই প্রতিহিংসার সর্বশেষ বহিঃপ্রকাশ ঘটলো বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতারের মধ্য দিয়ে।
    বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বরকে গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান বলেন, নাশকতার অভিযোগে আজ শুক্রবার ভোরে গয়েশ্বর রায়কে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বকশীবাজার এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ ও একজন সাংসদের ওপর হামলার ঘটনার পর তাকে আটক করা হল। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে সে বিষয়টি স্পষ্ট করেননি এ পুলিশ কর্মকর্তা।
    এর আগে গাজীপুরে খালেদার জনসভা ঠেকাতে ছাত্রলীগের হুমকির জবাবে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা অনুষ্ঠানে গয়েশ্বর বলেন, ২৭ ডিসেম্বের আমরা গাজীপুর যাবই। সেখানে আমাদের সমাবেশ করতে না দিলে সেদিন সারাদেশে সমাবেশ হবে। গাজীপুরে রাস্তায় ব্যারিকেড দেয়া হলে সারাদেশে প্রতিরোধ গড়ে উঠবে। বিএনপি নেতাকর্মীরা মামলার কারণে যে হয়রানিতে পড়েছেন, একদিন সেই পরিণতি আওয়ামী লীগকেও ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
    গয়েশ্বরের সহকারী আবদুল লতিফ জানান, ভোর ৬টার দিকে গোয়েন্দা পুলিশ সিদ্ধেশ্বরীর বাসায় এসে এ বিএনপি নেতাকে নিয়ে যায়। পরে তাকে নিয়ে যাওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। এর আগে বৃহস্পতিবার রাতে গয়েশ্বরের রায়েরবাজারের বাসায় পুলিশ তল্লাশি চালালেও ওই সময়ে তিনি বাসায় ছিলেন না।
    পরিবারের সদস্যরা জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গয়েশ্বরের ধানমন্ডির বাসায় তল্লাশি চালায়। এ সময় তাকে সেখানে পাওয়া যায়নি। সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের যে বাসা থেকে তাকে আটক করা হযেছে সেটি তার বন্ধুর বাসা বলে জানান গয়েশ্বরের মেয়ে অপর্ণা রায়।