বন্দী বিনিময় চুক্তি:ভারতে ১০বছর সাজাপ্রাপ্ত ৩বাংলাদেশিকে ফেরত

    0
    239

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১সেপ্টেম্বর,এম ওসমানঃ সম্পত্তি সংক্রান্ত অপরাধে ১০ বছরের সাজাপ্রাপ্ত ৩ বাংলাদেশিকে ৮ বছর কারাভোগ শেষে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। আসামিরা সাজার বাকি দুই বছর বাংলাদেশে কারাভোগ করবে বলে জানা গেছে।

    রোববার বিকেল সাড়ে ৫টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আসামিদের ট্রাভেল পরমিটের মাধ্যমে  বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

    আসামিরা হলেন- বাগেরহাটের মড়েলগঞ্জ থানার কুমারখালী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে আব্দুল জলিল (৩৫), জাহিদ (৩৩) ও একই এলাকার সৌমেত হাওলাদারের ছেলে শুকুর হাওলাদার (৩৬)।

    বেনাপোল ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব আলম জানায়, আটক ব্যক্তিরা ১২ বছর আগে সীমান্ত পথে ভারতে যায়। এরপর সেখানে সম্পত্তি সংক্রান্ত একটি অপরাধে পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের ৩ জনের ১০ বছর করে কারাদন্ড দেয়। ইতিমধ্যে আসামিরা ভারতের উত্তরখন্ডের হরদোয়ার রসনাবাদ কারাগারে ৮ বছর কারাভোগ শেষ করেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্দী বিনিময় চুক্তিতে ট্রাভেল পারমিটে তারা স্বদেশ ফেরত আসে। সাজার বাকি দুই বছর তারা এদেশে কারাভোগ করবে বলে জানায় পুলিশ।

    ফেরত আসা আসামিদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ তাদের আদালতে পাঠাবে বলে জানান তিনি।

    এদিকে ফেরত আসা বাংলাদেশিরা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ভালো কাজের সন্ধানে তারা দালালের মাধ্যমে ভারতে গিয়েছিল। অনুপ্রবেশের কথা বলে পুলিশ তাদের আটকের পর সম্পতি সংক্রান্ত ডাকাতি মামলার আসামি করে ১০ বছর জেল দেয়।