বনপা’র আবেদনে গণমাধ্যম নিবন্ধনের সময়সীমা বেড়েছে

    0
    227

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪ডিসেম্বরঃ বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন(বনপা) এর আবেদনের প্রেক্ষিতে দেশের অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময়সীমা ৪৬ দিন বাড়ানো হয়েছে। ১৫ ডিসেম্বর আবেদনের সময় শেষ হওয়ার কথা থাকলেও আগামী ৩১ জানুয়ারি ২০১৬ পর্যন্ত এ নিবন্ধন করা যাবে জানিয়েছে তথ্য অধিদপ্তির। তথ্য অধিদপ্তর আরো জানায়,প্রিন্ট মিডিয়া গূলোর অনলাইন ভার্সনে কিছু জটিলতা রয়েছে তাই এই সময় বৃদ্ধি করা হয়েছে ।

    দেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধ করার লক্ষ্যে সরকার অনলাইন পত্রিকা নিবন্ধন কার্যক্রম শুরু করেন। সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়। তথ্যবিবরণীতে বলা হয়, নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদফতরে জমা দিতে হবে। ফরম এবং প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদফতরের ওয়েবসাইটে (www.pressinform.portal.gov.bd) পাওয়া যাবে।