বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

0
520
বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় মৌলভীবাজারের বড়লেখায় ১৪ এপ্রিল ২০২২ ইং তারিখ বৃহস্পতিবার সকালে বাঙ্গালী জাতির ঐতিহ্যকে লালন করে পালিত হয়েছে বাংলা নববর্ষ-১৪২৯।

বাংলা নতুন বছরের শুভাগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি চত্ত্বরে গিয়ে শেষ হয়।

এসময় শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, দাসের বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতের এপিপি এডভোকেট গোপাল চন্দ দত্ত, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু, মহিলা বিষয়ক কর্মকর্তা, অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক তপন চৌধুরী, সুমিতা চক্রবর্তী, নাট্যযোদ্ধা বড়লেখার সভাপতি শহীদুল ইসলাম প্রিন্স, কবি বিদ্যুৎ রঞ্জন দেব নাথ, নাট্যকর্মী অসীম কর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক তোফাজ্জল হোসেন শান্ত, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিল্পকলা একাডেমি এবং কিশোর কিশোরী ক্লাবের অবিভাবক ছাত্র-ছাত্রীসহ প্রমুখ।

পরে শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও তপন চৌধুরী সুমিতা চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম সরদার, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি এডভোকেট গোপাল চন্দ দত্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমদসহ প্রমুখ।

এছাড়াও দিবসটি উপলক্ষে শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে অতিথিবৃন্দ তাঁদের অনুভুতি প্রকাশমুলক বক্তব্যে সকলের মঙ্গল কামনা করেন