বজ্রপাতের ঝুঁকি হ্রাসকল্পে আত্রাইয়ে তাল বীজ রোপন কর্মসূচি

    0
    281

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪অক্টোবর,নাজমুল হক নাহিদঃ  নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নে ৮ কিলোমিটার গ্রামীন রাস্তায় তাল বীজ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
    শনিবার সকালে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিশা ইউনিয়নের পতিসর হতে সমসপাড়া পর্যন্ত ৮ কিলোমিটার সড়কের দুপাশে ৮হাজার তাল গাছের বীজ রোপণের মাধ্যমে আনুষ্ঠানিক এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন।
    এসময় উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন বলেন, বজ্রপাত থেকে মানুষকে বাঁচাতে ও পরিবেশ রক্ষায় ৮হাজার তালের বীজ রোপন করা হয়। দেশে তাল গাছের সংখ্যা কমে যাওয়ায় বজ্রপাতে প্রাণহানির সংখ্যা ক্রমশ বাড়ছে। বজ্রপাত থেকে মানুষকে রক্ষায় ও পুষ্টিকর দেশীয় ফল সংরক্ষণ ও রাস্তার দু’পাশের মাটি ভাঙ্গন রোধে বিশেষ কর্মসূচির অংশ হিসেবেই এই তাল গাছের চারা রোপণ করা হচ্ছে ।
    তাল বীজ রোপণের সময় আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী দপ্তরের এবিএম রব, সাংবাদিক মুজাহিদ খাঁন, সিও শফিকুল ইসলাম, আর ই আর এম পি মহিলা সদস্য সহ স্থানীয় ইউনিয়নের ইউপি সদস্য ও কৃষকরা।