বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে সিলেট বিভাগ ফাইন্যালে

    0
    298

    রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে-২০১৮ সেমিফাইন্যাল খেলায় খুলনা বিভাগকে ৪-১ গোলে হারিয়ে সিলেট বিভাগ ফাইন্যালে।
    গতকাল ১লা এপ্রিল সোমবার সকাল ১১ টায় ঢাকা বিশ্ব বিদ্যালয় খেলার মাঠে সিলেট বিভাগের জৈন্তাপুর উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার পাবর্তীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৪-১ গোলে হারিয়ে ফাইন্যালে খেলার যোগ্যতা অর্জন করে সিলেট বিভাগের টিম। খেলার প্রথমার্ধে ১-১ গোলে উভয়দল এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টিম পর পর তিনটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে-২০১৮ খেলায় ৪-১ গোলে সিলেট বিভাগের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবল দল ফাইন্যালে খেলার যোগ্যতা অর্জন করে।
    অপরদিকে সিলেট বিভাগের ক্ষুদে ফুটবল দল হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিম সাথে রয়েছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত এবং জননন্দিত উপজেলা চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, ২নং জৈন্তাপুর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান এখলাছুর রহমান, সিলেট গ্যাস ফিল্ড লিঃ এর জেনারেল ম্যানোজার অর্থ একরামুল কবির, জৈন্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, টিম ম্যানোজার বশির উদ্দিন, কোচ শরিফ আহমদ, প্রধান শিক্ষিকা হোসনেয়ারা পারভীন, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হানিফ মোহাম্মদ।
    আগামী ৪এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামে সিলেট বিভাগের জৈন্তাপুর উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বনাম রংপুর বিভাগের ফরিদপুর জেলার তুমুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ফাইন্যাল খেলায় মুখোমুখি হবে।
    নর্বনির্বাচিত জৈন্তাপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান কামাল আহমদ প্রতিবেদককে জানান- সিলেট বিভাগের টিম প্রথম বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টের শিরোপা সহ কয়েকবার শিরোপা জিতেছে। এছাড়া বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্ণামেন্ট খোলা শুরু হলে সিলেটে বিভাগের জৈন্তাপুর উপজেলার কথা সবাই জানা। কারন এপর্যন্ত যতটি গোল্ডকাপ টুর্ণামেন্ট অনুষ্টিত হয়েছে ততটিতে আমাদের সিলেট বিভাগের টিম উপস্থিত হয়ে কয়েকবার ১ম স্থান অর্জন করেছে এছাড়া ২য়, ৩য় এবং চতুর্থ স্থান অর্জন করে আসছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্ট-২০১৮ ফাইন্যালের শিরোপা আমরা অর্জন করব বলে তিনি আশা ব্যক্ত করেন।