বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

    0
    204

    আমারসিলেট24ডটকম,১৭এপ্রিলঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জনান। তারপর তিনি কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় আওয়ামী লীগে নেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ, শেখ সেলিম, আবদুল লতিফ সিদ্দিকী, ওবায়দুল কাদের প্রমূখ উপস্থিত ছিলেন। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।
    পরে সবাই বনানী কবরস্থানে জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ দিবসটি উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে বেলা সাড়ে ১১টায় জনসভার কর্মসূচি রয়েছে।
    সৈয়দা সাজেদা চৌধুরী মুজিবনগর সরকার নিয়ে সাংবাদিকদের সাথে বলেন, জিয়াউর রহমান কীভাবে প্রথম রাষ্ট্রপতি হয়? বিএনপি তখনও সৃষ্টি হয়নি। জিয়াউর রহমান এ সরকারকে (মুজিবনগর সরকার) গার্ড অব অনার করেছেন। তারা ইতিহাস বিকৃতি করেছে। তবে তরুণ সমাজ ইতিহাসকে রক্ষা করবে।