বঙ্গবন্ধুর জন্মদিনঃলাউয়াছড়ায় ট্রান্সমিটারযুক্ত বার্মিজ অজগর অবমুক্ত

    1
    286

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,মার্চ,শাব্বির এলাহী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ট্রান্সমিটারযুক্ত “ফিরোজ” নামের একটি বার্মিজ পাইথন প্রজাতির অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটি ১৯ দিন পরীক্ষা-নিরীক্ষার পর বনে ছাড়া হয়।

    এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা (ওয়াইল্ড লাইফ) মো: তৌহিদুল ইসলাম, সহকারী বন সংরক্ষক মো: সারোয়ার আলম, রেঞ্জ কর্মকর্তা মো:ইমাম উদ্দিন এবং লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মনিরুল ইসলামসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অজগরটির গায়ে ট্রান্সমিটার সংযোজন করেন ডা: আরিফ।

    সাপটির ফ্রিকোয়েন্সি নাম্বার ১৪৪৬৫৯৪ থেকে ৫ বৎসর বয়সী অজগর সাপটি ৭ ফুট ৬ ইঞ্চি লম্বা এবং ওজন প্রায় সাড়ে ৭ কেজি।

    উল্লেখ্য যে, গত ২৭ ফেব্রুয়ারী অজগরটি ফুলবাড়ি চা বাগানের ছনখলা থেকে ধরা হয়।