ফ্রান্সের একটি মসজিদে উগ্র খ্রিষ্টান নাতসিবাদীদের হামলা : স্বরাষ্ট্রমন্ত্রীর নিন্দা

    0
    247

    ঢাকা, ১১ আগস্ট : ফরাসি বার্তা সংস্থা জানিয়েছে, ফ্রান্সের গ্রোনেদে এলাকার একটি মসজিদে উগ্র খ্রিষ্টান নাতসিবাদীরা হামলা চালিয়েছে। এই মসজিদে এটি দ্বিতীয় হামলার ঘটনা।

     মসজিদটি একটি সাধারণ ভবন ছিল, প্রায় দশ বছর আগে এটিকে নামাজ পড়ার জন্য মসজিদ হিসেবে নির্ধারণ করা হয়। গত বুধবারও এক দল উগ্র খ্রিষ্টান এই মসজিদে হামলা চালিয়ে ভাঙ্গা ক্রুশের ছবি আঁকে এবং তাতে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা চালায়।

    ফ্রান্সের মুসলমানরা প্রতিনিয়ত উগ্র খ্রিষ্টান নাতসিবাদীদের হামলার স্বীকার হচ্ছে এবং তারা এ ব্যাপারে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্বল ভূমিকার সমালোচনা করেছে। তবে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ওয়েলস মসজিদে হামলার ঘটনাকে অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করে এ ব্যাপারে দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থার প্রতিশ্র“তি দিয়েছেন।