ফেনী সি,টি,স্ক্যান এন্ড এম,আর,আই সেন্টার পরিদর্শনে নিজাম হাজারী

    0
    284

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০অক্টোবরঃ ফেনীতে উন্নতমানের মাল্টিস্লাইস মেশিন নিয়ে সদ্য প্রতিষ্ঠিত ‘ফেনী সি.টি.স্ক্যান এন্ড এম.আর.আই সেন্টার’ পরিদর্শন করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নিজাম উদ্দিন হাজারী। শুক্রবার (৯ অক্টোবর) বিকালে আল-কেমী হাসপাতালের সামনে মাষ্টার টাওয়ারের নিচতলায় স্থাপিত সবধরনের পরীক্ষা-নিরীক্ষার জাপানী সর্বাধুনিক প্রযুক্তির মেশিনটি তিনি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।

    পরিদর্শনকালে নিজাম হাজারী এমপি বলেন, ফেনীতে দীর্ঘদিন ধরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে। মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলে এ অ লের মানুষ দারুন উপকৃত হবে। ঢাকা কিংবা চট্টগ্রাম না গিয়েই এখান থেকেই মানুষ সেবা নিতে পারবে। ফেনীবাসীকে আন্তরিক সেবা প্রদানে সদ্য প্রতিষ্ঠিত ফেনী সি.টি.স্ক্যান এন্ড এম.আর.আই সেন্টারের আন্তরিক ভূমিকায় তিনি অভিভূত হন। তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

    এসময় এমপির সাথে ছিলেন ফেনী পৌরসভার মেয়র ও স্টার লাইন গ্রুপের কর্ণধার হাজী আলাউদ্দিন, জেলা ফুটবল এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, আল-কেমী হাসপাতালের নির্বাহী পরিচালক আবদুল মোমিন। সিটি স্ক্যান এন্ড এম.আর.আই সেন্টারের পরিচালক মো: ইকবাল হোসেন সহ প্রতিষ্ঠানের কর্মকর্তাগন সংসদ সদস্য নিজাম হাজারীকে অর্ভথ্যনা জানান।