ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

    0
    240

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫ডিসেম্বর: ফেনী রিপোর্টার্স ইউনিটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল শনিবার উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে কেক কাটা, র‌্যালী সহ বিভিন্ন কর্মসূচী আয়োজন করা হয়।

    সংগঠনের সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক যতন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মেজবাহ উদ্দিন খান, পৌর আওয়ামীলীগ সভাপতি ও ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আয়নুল কবীর শামীম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কবি মাহবুব আলতমাস, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ওছমান হারুন মাহমুদ দুলাল ও শাহজালাল রতন, সিনিয়র সাংবাদিক আবুল কাশেম চৌধুরী প্রমুখ।

    অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এপিপি ও ফেনী রিপোর্টার্স ইউনিটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান এডভোকেট নুরুল ইসলাম মজুমদার সোহাগ, এটিএন বাংলা ও দৈনিক ইত্তেফাকের ফেনী প্রতিনিধি হাবিবুর রহমান খান, ভোরের কাগজ ফেনী প্রতিনিধি শুকদেব নাথ তপন, পাক্ষিক মসিমেলা সম্পাদক এডভোকেট ইসমাইল হোসেন সিরাজী, লালন একাডেমীর সদস্য সচিব মোহাম্মদ উল্যাহ, সাপ্তাহিক নির্ভীক সম্পাদক জাফর সেলিম, সাপ্তাহিক আলোকিত ফেনীর নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, দৈনিক ফেনীর সময় চীফ রিপোর্টার এম এ জাফর, সাপ্তাহিক নিহারীকা নির্বাহী সম্পাদক আরিফুল আমিন রিজভী, জিটিভি প্রতিনিধি নজির আহম্মদ রতন, চ্যানেল নাইন প্রতিনিধি জহিরুল হক মিলন, দিনকাল প্রতিনিধি মফিজুর রহমান, বনিক বার্তা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, মোহনা টিভির প্রতিনিধি দিদারুল আলম, বৈশাখী টিভি প্রতিনিধি রাজন দেবনাথ, নিউ নেশন ফেনী প্রতিনিধি শেহাব উদ্দিন লিটন, ইনকিলাব প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক নয়াপয়গাম বার্তা সম্পাদক ওমর ফারুক, ছাগলনাইয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ শেখ কামাল, ছাগলনাইয়া ডট কম সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন, আলোকিত সোনাগাজী ডট কম সম্পাদক শেখ আবদুল হান্নান, ফুলগাজী প্রেসক্লাব সভাপতি শাহাব উদ্দিন প্রমুখ।

    এছাড়া ফেনীতে কর্মরত বিপুল সংখ্যক সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।