ফেনীর দাগনভূঞায় ট্রাষ্ট স্কুলের যাত্রা শুরু

    0
    204

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩ডিসেম্বরঃ দাগনভূঞায় বর্ণাঢ্য আয়োজনে ট্রাষ্ট স্কুলের যাত্রা শুরু হয়েছে। গতকাল রবিবার এ উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠান পবিত্র কোরআন, গীতা ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিগন জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধন করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ষিয়ান শিক্ষাবিদ ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার ও ফেনী সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর তায়বুল হক। স্কুলের চেয়ারম্যান ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বেলুন উড়িয়ে স্কুলের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা খানম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মামুন, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসলাম উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঞা, ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ, জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি এম মামুনুর রশিদ।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তফা কামাল। স্কুলের পরিচালক জহির উদ্দিন বাবর, ইমাম হোসেন মাসুদ, জোবায়ের সিদ্দিকের ব্যবস্থাপনায় ও সহকারি শিক্ষক ফাহমিদা কবির ফারহানার স ালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজধানীর রুপশী বাংলা কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন আজম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিবি তহুরা, ফেনী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক অজেয় বাংলা সম্পাদক শওকত মাহমুদ, দাগনভূঞা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের পন্ডিত, সমকাল প্রতিনিধি ইমাম হাছান কচি, জাগরন গ্র“পের ভাইস চেয়ারম্যান আবু তাহের প্রমুখ।

    অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সুজন জেলা সভাপতি কবি মাহবুব আলতমাস, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ ইকবাল চৌধুরী, কবি সাহিদা সাম্য লীনা, সাংস্কৃতিক সংগঠক জাহিদ হোসেন বাবলু, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, দাগনভূঞা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম খান, সাবেক সাধারণ সম্পাদক এমাম হোসেন, যায়যায়দিন প্রতিনিধি এমাম হোসেন এমাম, সাপ্তাহিক হকার্স প্রতিনিধি এম এ কুদ্দুস, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আলমগীর ননি, সাপ্তাহিক ফেনীর প্রত্যয় বার্তা সম্পাদক এম এম রহমান সোহেল, সাপ্তাহিক শুচিতার বার্তা সম্পাদক ইয়াছিন করিম রনি সহ শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।