ফেনীর জিয়াদ মৌলভীবাজারে খুনঃলাশ উদ্ধার

    0
    295

    আমারসিলেট24ডটকম,২৭মে,শাব্বির এলাহীঃমৌলভীবাজার পৌরসভা এলাকার একটি বাসা থেকে জিয়াদ আহমদ(১৮) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হযেছে।সোমবার সিআইডি পুলিশ লাশটি উদ্ধার করে। এসময় হত্যার কাজে ব্যবহৃত বটি দাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, শহরে ছুবড়া এলাকার জাহানারা ভিলায় ফেনী জেলার সোনাগাজী উপজেলার তিন ব্যবসায়ী এক সাথে থাকতেন। নিহত জিয়াদের সাথের অপর দু’জন খোকন ও সাঈদ তাদের গ্রামের বাড়ি ফেনীতে ছিল বলে জানায় পুলিশ। তারা বাড়ি থেকে ফিরে জিয়াদের মুঠোফোনে যোগাযোগ করে না পেয়ে সকাল ৯টায় তালা খুলে বাসায় প্রবেশ করে বাথরুমে তার গলাকাটা লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ বাসাটি নিয়ন্ত্রণে রেখে সিআইডিকে সংবাদ দিলে গতকাল বিকেল ৪টার দিকে লাশটি উদ্ধার করে সিলেট সিআইডির ৬ সদস্যের একটি টিম। গত ২দিন পূর্বে জিয়াদকে জবাই করে বাথরুমে রেখে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা-এমনটিই ধারণা করছে পুলিশ।

    নিহত জিয়াদ ফেনী জেলার সুনাগাজি উপজেলার সুলাকলা গ্রামের কালাম মিয়ার ছেলে। তবে পুলিশ ধারণা করছে তার সহযোগীরা জিয়াদকে হত্যার পর তালা লাগিয়ে পালিয়ে যেতে পারে।অপরদিকে,সিআইডি ইন্সপেক্টর শামীম পীর  বলেন, ধারণা করা হচ্ছে তাকে পূর্ব-পরিকল্পিত ভাবে গলাকেটে হত্যা করা হয়েছে। সকল ধরনের আলামত জব্দ করেছেন। তাদের ধারণা তার সহযোগীরা এই কর্মকান্ডের সাথে জড়িত থাকতে পারে।মৌলভীবাজার মডেল থানার সহকারী পুলিশ সুপার সিরাজুল হুদা জানান, টিম লাশ উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।এ ঘটনায় সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে। অবিলম্বে ঘটনার মূল হোতাদের বের করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।