ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার উচ্চ পদস্থ ৬ কর্মকর্তা আটক

    0
    220

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭মেঃ সুইজারল্যান্ডের পুলিশ বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার উচ্চ পদস্থ ৬ জন কর্মকর্তাকে আটক করেছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে আটক করেছে সুইজারল্যান্ডের পুলিশ। এদের মধ্যে রয়েছেন ফিফার ভাইস-প্রেসিডেন্ট জেফরি ওয়েব। তবে আটককৃতদের মধ্যে ফিফার বর্তমান প্রেসিডেন্ট সেপ ব্লাটার নেই। ২০১৮ ও ২০২২ সালে ফিফা বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশ নির্ধারণ করতে ফিফার উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তা সীমাহীন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ অনেক আগের।

    যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ স্বয়ং তাদের বিরুদ্ধে অভিযোগ আনে। এরই প্রেক্ষিতে সুইজারল্যান্ডের জুরিখের একটি হোটেল থেকে ফিফার ওই ছয় কমকর্তাকে আটক করা হয়েছে। ফিফার প্রসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার।

    নির্বাচেন প্রতিদ্বন্দ্বিতায় আছেন বর্তমান প্রেসিডেন্ট সেপ ব্লাটার ও প্রিন্স আলী বিন হুসাইন। নির্বাচন উপলক্ষে ফিফার সব বড় বড় কর্মকর্তারা এখন জুরিখে। আর সেখান থেকেই আটক করা হয়েছে তাদের। সুইজারল্যান্ডের পুলিশ তাদেরকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে বলে  আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানা গেছে।