ফিল্ডিংকোচ কোরি রিচার্ডকে বরখাস্ত করেছেন বিসিবি

    0
    212

    আমারসিলেট24ডটকম,০৬মেঃ জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ কোরি রিচার্ডকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেটবোর্ড । প্রধান কোচ শেন জার্গেনসেনর পদত্যাগ এবং ফিল্ডিং কোচবরখাস্ত হওয়ায় জাতীয় দলের কোচিং ষ্টাফ এখন প্রায় শূণ্য বলা চলে। সর্বশেষবোর্ডের মুলতবি সভায় চাকুরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় এই অস্ট্রেলিয়ানকে। ফিল্ডিং কোচকে বরখাস্ত করার খবর নিশ্চিত করেন বিসিবিমিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। ট্রেনার ডেভিড ডয়ার অস্ট্রেলিয়ায় ভালো চাকরি পেয়ে চলে গেছেন আগেই। সুতরাং জাতীয় দল এখন অস্ট্রেলিয়ান কোচিংস্টাফমুক্ত রয়েছে।

    বিসিবির সূত্র থেকে জানা যায়, ফিল্ডিং কোচের ওপর সন্তুষ্ট ছিলেন না ক্রিকেটাররা। কাজে ফাঁকি দেয়ার দুর্নাম ছিল তার। বাংলাদেশক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে বরখাস্ত করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েই রেখেছিল। হঠাৎ করে প্রধান কোচ শেন জার্গেনসেন গত ২৮ এপ্রিল পদত্যাগ করে বসায় ফিল্ডিং কোচের বিষয়টি ধামাচাপা পড়ে যায়। কিন্তু  জার্গেনসেন চাকরিছেড়ে দেয়ার সিদ্ধান্তে অটল থাকেন তখন ফিল্ডিং কোচ কোরিকে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। বর্তমানে জাতীয় দলে কোচিং স্টাফ বলতে দক্ষিণ আফ্রিকান ফিজিওবিভব সিং আর ভিডিও এনালিস্ট নাসির হোসেন রয়েছেন।