ফিলিপাইনে ত্রানের জন্য হাহাকার

    0
    222

    আমার সিলেট  24 ডটকম,১২নভেম্বরঃ টাইফুন হাইয়ানের আঘাতে বিধ্বস্ত ফিলিপাইনে ত্রানের জন্য হাহাকার চলছে। এ কারনে আজ মঙ্গলবার জরুরি ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ফিলিপাইনের জন্য লাখ লাখ ডলার নগদ অর্থ সংগ্রহই জাতিসংঘের এ আহ্বানের লক্ষ্য। কর্মকর্তারা জানান, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান ভ্যালেরি আমোস নগদ অর্থের আহ্বান জানাতে ইতিমধ্যে ফিলিপাইন এসেছেন। তিনি বলেন, ফিলিপাইনে যে পরিমাণ ধবংসযজ্ঞ হয়েছে তাতে জরুরি ভিত্তিতে তাদের সহায়তা প্রয়োজন।

    পেন্টাগণ বলেছে, তারা ইতোমধ্যে বিমানবাহী রণতরীসহ অন্যান্য জাহাজকে ত্রাণ নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। ফিলিপাইনের উদ্দেশ্যে এসব জাহাজ বর্তমানে হং কংয়ে রয়েছে। পেন্টাগণ এ খবর জানানোর পর পর জাতিসংঘ এ উদ্যোগ নিল। অন্যদিকে ব্রিটেনও ত্রাণ সহায়তাসহ একটি জাহাজ ও পরিবহণ বিমান পাঠাচ্ছে বলে জানা যায় ।ফিলিপাইনে গত শুক্রবার সকালে সুপার টাইফুন হাইয়ান আঘাত হানে। এতে লণ্ডভণ্ড হয়ে যায় দেশটির উপকূলীয় অঞ্চল। এছাড়া কেবল এক প্রদেশেই প্রায় ১০ হাজারের বেশি লোক মারা গেছে বলে জানান আন্তজার্তিক গনমাধ্যম ।