ফলো আপঃকমলগঞ্জে গৃহবধূ খুনের অভিযোগে স্বামী আটক

    0
    198

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬ফেব্রুয়ারী,শাব্বির এলাহীঃ   মৌলভীবাজারের কমলগঞ্জে গৃহবধু খুনের অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক নিহত গৃহবধূ রিনা বেগমের স্বামী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, রিনা বেগমের ভাই বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    নিহতের স্বামী আব্দুল হাই ওরপে কালাবনকে সোমবার (১৫ফেব্রুয়ারী) আটক করা হয়েছে॥ তবে এটি হত্যা না আত্মহত্যা তা তদন্তে বেরিয়ে আসবে। এদিন আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের রিনা বেগম(২০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। বেলা ১১টায় কমলগঞ্জ পুলিশ মধ্যভাগ স্বামীর বাড়ী থেকে তার লাশ উদ্ধার করেছে।

    রিনা বেগমের মা আংগুরী বিবি জানান, তার মেয়েকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার প্রচারনা করছেন স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন। রিনা বেগমকে প্রায়ই নির্যাতন করতো তার স্বামী। কিছুদিন আগেও স্বামীর নির্যাতনে অতীষ্ঠ হয়ে মেয়ে বাপের বাড়ী গিয়েছিলো ।পরে স্বামী তাকে বুঝিয়ে নিয়ে এসে আজ মেরে ফেলেছে।

    তবে আব্দুল হাই এ প্রতিবেদককে জানান,আগের দিন রাতে তার সাথে স্ত্রীর কথা কাটাকাটি হয়েছে।আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূইয়া জানান,এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। নিহতের স্বামী আব্দুল হাই জানান,তিনি সকাল সোয়া আটটায় মধ্যভাগ বাজার থেকে বাড়ী ফিরে তার স্ত্রীকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঘরের আড়াঁর সাথে ঝুলন্ত দেখেন এবং দা দিয়ে ওড়না কেটে নিচে নামান।

    জানা যায়, আব্দুল হাই ওরফে কালাবন বিভিন্ন ডাকাতি মামলার আসামী ও একজন কুখ্যাত অপরাধী।রিনা বেগম তার ২য় স্ত্রী।তার ১ম স্ত্রীর ঘরে দুই সন্তান থাকলেও রিনা বেগমের কোন সন্তান নেই।