ফলোআপ:কমলগঞ্জে স্কুল শিক্ষিকা ধর্ষণ মামলা

    0
    220

    আসামী গিয়াস ও সিরাজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪জুন,শাব্বির এলাহী: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-ডবলছড়া রাস্তায় গত ৩ জুন রাতে গণ ধর্ষণের শিকার চা শ্রমিক সন্তান খাসিয়া পুঞ্জির স্কুল শিক্ষিকার মামলায় গ্রেফতার হওয়া প্রধান আসামী গিয়াসসহ সিরাজের তিন দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে।
    কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত ১৫ জুন পুলিশ মামলার প্রধাস আসামী গিয়াস উদ্দীনকে গ্রেফতার করেছিল। ৩ জুন রাতে ধর্ষণের পূর্বে লুটে নেওয়া স্কুল শিক্ষিকার মুঠোফোন উদ্ধারে ১৮ জুন বৃহস্পতিবার পুলিশ মখলিছ নামের এক আসামীকে গ্রেফতার করে। তার বাড়ি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বটতলা গ্রামে। ১৯ জুন শুক্রবার রাত আটটায় আবার সিরাজ মিয়া (২০) নামের আরও এক আসামীকে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মতিউর রহমান গ্রেফতার করেন। গ্রেফতার সিরাজের বাড়িও কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বটতলা গ্রামে।

    মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) বদরুল হাসান জানান, ২৩ জুন মৌলভীবাজার আদালতে আসামী গিয়াস ও সিরাজের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত গিয়াস ও সিরাজের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার (২৪ জুন) রিমান্ড আদেশের নির্দেশনাপত্র পেলে বৃহস্পতিবার আসামীদের কমলগঞ্জ থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
    মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) বদরুল হাসান বুধবার বিকেলে এ প্রতিনিধিকে জানান, গ্রেফতার হওয়া গিয়াসের কাছ থেকে প্রাথমিকভাবে গণ ধর্ষণ ঘটনায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে এ বিষয়ে তিনি কিছু বলতে রাজি নন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য একটি জানায়, পরিকল্পনাক্রমেই শরীফপুর ইউনিয়ন থেকে লোক এনে একটি মাইক্রোবাস যোগে এসে ডাকাতি ও গণ ধর্ষণ করে আবার মাইক্রোবাস ব্যবহার করে তারা পালিয়ে যায়।