ফরিদপুরও রাজবাড়ীতে পৃথক দুর্ঘটনায় নিহত-১২,আহত-৪০

    0
    281

    আমারসিলেট24ডটকম,০৯মেঃ ফরিদপুর ও রাজবাড়ী জেলার ঢাকা-খুলনা মহাসড়কে আজ ভোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে আজ শুক্রবার ভোর পৌনেচারটায় ফরিদপুর শহরতলীর কমরপুর এলাকায়। এ সময় ঢাকা থেকে মাগুরাগামী একটিমাইক্রোবাস সড়কের পাশে একটি গাছের সাথেধাক্কা লাগে এবং ঘটনাস্থলে দু’জননিহত ও অপর দু’জন আহত হয়।
    নিহতরা হলো- খন্দকার গোলাম মোস্তফা (৪৮) ও মাহবুব আলম (৪২)। এ ঘটনায় আহতনারায়ণ চন্দ্র (৪০) ও আলী আবেদীন (৩৫) নামেদু’জনকে ফরিদপুর মেডিক্যালকলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মাইক্রোবাসটি রাজধানীর তেজগাঁওয়ের এন ফোর্ডস নামের বেসরকারি কোম্পানীর অফিসের কাজে মাগুরা যাচ্ছিলো।
    অন্যদিকে আজ ভোরে রাজবাড়ী সদর উপজেলার ফরিদপুর-দৌলতদিয়া সড়কের বাসন্তীপুরএলাকায় ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রিবাহী নাইট কোচের সঙ্গে খুলনা থেকেঢাকাগামী অপর একটি কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক মহিলা ও শিশুসহ ১০ জননিহত হয়। এ ঘটনায় আহত হয় ৪০ জন। তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করাহয়েছে।
    আহতদের মধ্যে ৪ জনের পরিচয় জানা গেছে। তারা হলেনকোচ সুপারভাইজার বাবুফকির (৪০), হেলপার মোঃ জুয়েল (৩৫), কোচের কাউন্টার মাস্টার পরেশ(৪০) এবংযাত্রী আফসার (৩৫)।এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালী এবং রাজবাড়ী থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
    ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুটি সড়কদুর্ঘটনায় অন্তত ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের দু’জনের অবস্থাসংকটাপন্ন।বাসস