প্রেসক্লাবের সাইন বোর্ড ব্যবহারঃহলুদ সাংবাদিকদের প্রতি আহবান

    0
    249

    “ছাতক প্রেসক্লাবের ঈদ পূনর্মিলনীতে হলুদ সাংবাদিকতার নিন্দায় নেতৃবৃন্দ”

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫জুলাই,চান মিয়া,ছাতক (সুনামগঞ্জ):ছাতক প্রেসক্লাবে অনুষ্ঠিত ঈদ পূনর্মিলনী সভায় হলুদ সাংবাদিকতার ব্যাপক বৃদ্ধির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

    সোমবার প্রেসক্লাবের রোকেয়া ম্যানশনস্থ কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনির পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি চান মিয়া, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলম হিরন, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান মাহমুদ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান সবুজ, সাংবাদিক নাজমুল ইসলাম, হেলাল আহমদ, কেএম মোশাহিদ আলী, মাহবুব আলম, ছদরুল আমিন, জুনেদ আহমদ রুনু, আহমেদ সফির, আজহার আলম প্রমূখ।

    সভায় ছাতকে হলুদ সাংবাদিকতার ব্যাপক বৃদ্ধির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সাম্প্রতিককালে সাংবাদিকতার নামে অফিস আদালতসহ সর্বত্র কতিপয় চাটুকারদের অপতৎপরতা আশংকাজনকহারে বৃদ্ধি পেয়েছে। এরা পবিত্র রমজান মাসেও ইফতার মাহফিল আয়োজনের নামে উপজেলার বিভিন্ন চেয়ারম্যান, কর্মকর্তা, ব্যবসায়িসহ সর্বত্র ব্যাপক চাঁদাবাজির রামরাজত্ব কায়েম করে। এতে সচেতন মহলসহ সাধারণ জনমনে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সাংবাদিকতার মতো একটি সৎসাহসি ও প্রতিবাদি মহৎ পেশায় জড়িতদের চাটুকারিতা মানায়না। সম্প্রতি প্রেসক্লাবের নামে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত কথিত ইফতার মাহফিলের অনুষ্ঠানস্থলে একই রাজনৈতিক দলের গ্রুপ ভিত্তিক ও বিভিন্ন দলের নেতৃবৃন্দের পেছনে পৃথক পৃথক ব্যানার দিয়ে চাটুকারিতার সকল রেকর্ড ভঙ্গ করেছে। প্রেসক্লাবের সাইন বোর্ড ব্যবহার করে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্য থেকে বিরত থাকার জন্যে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তারা।

    এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ যে কোন হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলতে সচেতন ছাতক বাসিকে এগিয়ে আসার অনুরুধ করেন।