প্রেমিকের ক্রন্দন

    0
    283

    প্রেমিকের ক্রন্দন

    জালাল আহমেদ জয়

     

    গোলাপের কাঁটায়
    কলিজার ক্ষত
    বেড়ে যায় নিঃশব্দ রাতে
    সমুদ্রের মহাকান্না,
    অশ্রু বিতারিত হৃদয়ে
    ফিরে আসে বারবার
    প্রেমিকার লুটো মন।
    অগ্নিতে সাঁতরে  সাঁতরে
    শীতলের ছোঁয়া পেতে
    ছুটে চলে হারিকেন।
    চিমনীর ভেতর লেপটে থাকা
    ধোয়াগুলো আগুন হয়ে
    বুকে দেয় জ্বালিয়ে,
    বিষাক্ত নাগিনীর বিষ ভরা
    মধুযুক্ত মায়া।
    প্রেমিক তার সর্বশক্তি হারিয়ে
    প্রেমিকার কাছে  হাত পাতে
    একমুঠো আদরের লোভে
    বোঝে না…
    আবার আসে ঢেউ
    প্রেমিক কেঁদে যায়
    দিন যায়…
    আগুনের  হৃদয়ে ফোটে  না।