প্রিয়নবী(দ:)র আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই : চুনারুঘাটের উত্তর নরপতি সুন্নী মহাসম্মেলনে বক্তারা

    0
    417

    এস. এম. সুলতান খান, চুনারুঘাট থেকে: News Photo-2News Photo

    হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উত্তর নরপতি জামে মসজিদ ময়দানে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ গাজীউর রহমান গাজীর সার্বিক ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় গত ৩০ মার্চ বাদ যোহর হতে মধ্য রাত পর্যন্ত অষ্টম বার্ষিক ইসলামী সুন্নী মহাসম্মেলন সম্পন্ন হয়। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে ও মোঃ খালেদুর রহমান খালেদ, এডভোকেট মিজানুর রহমান ও ডাঃ মোঃ নূহু মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সুন্নী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন পীরে তরীক্বত আল্লামা আলহাজ্ব আবু সুফিয়ান খান আবেদী আল্ কাদেরী (চাঁদপুর)। বিশেষ অতিথি আল্লামা আলহাজ্ব ছোলাইমান খান রাব্বানী, আল্লামা আলহাজ্ব মোশারফ হোসেন হেলালী (ঢাকা), পীরজাদা মাওলানা ওয়াহিদ উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন কাউছার, অধ্য এ কে আফসার আহমদ তালুকদার, আহলে সুন্নাত ওয়াল জামায়াত সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, হাজী আজগর আলী মেম্বার, হাজী মোঃ মনর আলী, মোঃ কুতুবুর রহমান কুতুব, মাওলানা মতিউর রহমান হেলালী, আমীর আলী পীর সাহেব, মাওলানা আব্দুল মমিন, সাংবাদিক এস এম সুলতান খান, মোঃ আলাউর রহমান, পাবেল মিয়া, আব্দুল মালেক চৌধুরী, মোঃ আব্দুল বাবুল মিয়া, আব্দুল মালেক আফসারী, মোঃ মনির হোসেন প্রমুখ। বক্তাগণ বলেন প্রিয়নবী মোহাম্মদ (দ:) এর আদর্শের কোন বিকল্প নেই। বক্তাগণ জাতীয় সংসদে মদিনা সনদের আদলে আইন পাস করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।