প্রাথমিক-ইবতেদায়ী সমাপনী পরীক্ষা আগামী ২২ নভেম্বর

    0
    245

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩আগস্ট: চলতি বছর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে আগামী ২২ নভেম্বর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার এই তথ্য নিশ্চিত করা হয়। এবারের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আগামী ২২ নভেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ২৯ নভেম্বর।

    সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষার ফি ঠিক করা হয়েছে ৬০ টাকা। পরীক্ষায় বরাবরের মতো এবারও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত ২০মিনিট সময় দেওয়া হবে। ২০০৯ সাল থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়। আর ইবতেদায়ীতে এ পরীক্ষা হচ্ছে ২০১০ সাল থেকে।

    প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেওয়া হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনীর ফল দেওয়া হচ্ছে। আগে এ পরীক্ষার সময় দুই ঘণ্টা থাকলেও ২০১৩ সাল থেকে পরীক্ষার সময় আধ ঘণ্টা বাড়িয়ে আড়্ইা ঘণ্টা করা হয়।

    প্রাথমিক সমাপনী সূচি- ২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৫ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৯ নভেম্বর গণিত।

    ইবতেদায়ী সমাপনী সূচি- ২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ/পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৫ নভেম্বর আরবি, ২৬ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্ এবং ২৯ নভেম্বর গণিত।