প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৫দশমিক ৬শতাংশ নির্ধারণ

    0
    243

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭জুন,ডেস্ক নিউজঃ প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরে বাজেটে মূল্যস্ফীতি নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ (৫.৬)। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেটের অর্থবিলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন।

    জাতীয় সংসদের আজ বাংলাদেশের ৪৭তম বাজেট প্রস্তাব করছেন অর্থমন্ত্রী। বর্তমান আওয়ামী লীগ সরকারের এটি ১৯তম বাজেট। আর অর্থমন্ত্রী হিসাবে আবুল মাল আবদুল মুহিতের ১২তম।

    বাজেট পেশের অনুমতি নিয়ে প্রথমে ২০১৭-১৮ অর্থবছরের সম্পূরক বাজেট পেশ করছেন। এরপর শুরু করবেন ২০১৮-১৯ সালের প্রস্তাবিত বাজেট উত্থাপন।

    সংসদে উপস্থাপনের আগে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে প্রস্তাবিত বাজেটটি। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেটটি অনুমোদন করা হয়।

    এবারের বাজেটের আকার ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। বিগত অর্থবছরে অর্থাৎ  ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের আকার ছিল চার লাখ ২৬৬ কোটি টাকা।