প্রবাসী গৃহকর্মীদের জন্য নীতিমালা সহজ করল সৌদি আরব

    0
    496

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪জুলাই,মিজানুর রহমান সৌদি আরব থেকেঃ সৌদি আরব অবস্থানরত বিদেশি গৃহকর্মীদের জন্য নীতিমালা সহজ করেছে সে দেশের সরকার। নতুন নীতিমালা অনুযায়ী কোনো নিয়োগকারী পর পর তিন মাস বা তার বেশি সময় বিদেশি গৃহকর্মীকে বেতন দিতে ব্যর্থ হলে উক্ত গৃহকর্মী তার নিয়োগকারী বা চাকরিদাতা পরিবর্তন করতে পারবেন। সৌদি আরবের শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়কে উদ্ধৃত করে দেশটির গণমাধ্যমে আজ বুধবার এ কথা জানায়।

    মন্ত্রণালয় জানায়, চাকরিদাতারা যদি গৃহকর্মীকে না জানিয়ে অন্যত্রে নিয়োগ করে অথবা সংশ্লিষ্ট নিয়োগকারীর অনাত্মীয়ের কাজে নিযুক্ত করে বা শ্রমিককে যদি তার স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এমন কোনো কাজে নিযুক্ত করার বিষয়টি প্রমাণিত হয় তাহলে সংশ্লিষ্ট শ্রমিক তার চাকরিদাতা পরিবর্তন করতে পারবেন।
    এ ছাড়াও যদি গৃহকর্মী তার নিয়োগকারীর দ্বারা হয়রানির শিকার হন অথবা ওই নিয়োগকারীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেন তাহলে সংশ্লিষ্ট শ্রমিক তার নিয়োগকারী পরিবর্তন করতে পারবেন। এ ক্ষেত্রে নতুন চাকরিদাতা সংশ্লিষ্ট শ্রমিকের ‘ট্রান্সফার ফি’ এবং তার আশ্রয় কেন্দ্রে থাকার খরচ বহন করবেন, যার পরিমাণ সৌদি মুদ্রায় দৈনিক ১৫০ রিয়াল (৪০ মার্কিন ডলার)।
    এ সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং কর্মী সহায়তার জন্য ১৯৯১১ নম্বরে টেলিফোন করে সৌদি আরবের শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে জানা যাবে। এজন্য রাজধানী রিয়াদে অবস্থিত প্রধান শ্রম কার্যালয়ে যাওয়ার প্রয়োজন হবে না।