প্রবাসীদের ৭০.৪৩% মৃত্যুই স্বাভাবিকঃমোশাররফ হোসেন

    0
    221

    আমারসিলেট24ডটকম,ফেব্রুয়ারীঃ প্রবাসে যেসব বাংলাদেশি মারা যাচ্ছেন, তাদের মধ্যে ২৯ দশমিক ৫৭ শতাংশ মৃত্যুর ঘটনা অস্বাভাবিক। আর বাকি ৭০ দশমিক ৪৩ শতাংশ মৃত্যুই স্বাভাবিক।’প্রবাসীদের ৭০.৪৩% মৃত্যুই স্বাভাবিক বলে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
    আজ বুধবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
    বিদেশে বাংলাদেশি কর্মীদের অস্বাভাবিক মৃত্যু কারণ সম্পর্কে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জানান, অভিবাসন ব্যয় বেশি হওয়ার কারণে কর্মীরা চাপে থাকে। এ কারণে অনেক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। মন্ত্রী বলেন, বাংলাদেশে প্রতি ১ কোটি জনসংখ্যায় মৃত্যু হয় ৫৭ হাজার ৭০০ জনের। অপরদিকে ২০১৩ সালে প্রবাসীদের মধ্যে বিদেশে মৃত্যুবরণ করেছে ৩ হাজার ৭৬ জন, যা বাংলাদেশে সংঘটিত মৃত্যুর ১৮ ভাগের ১ ভাগ।
    তিনি আরও জানান, বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের অস্বাভাবিক মৃত্যু কমাতে অভিবাসন ব্যয় ব্যাপক কমানো হয়েছে। আগে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে যেত কয়েক লাখ টাকা লাগতো। এই ব্যয় ব্যাপক হারে কমানো হয়েছে। পাশাপাশি দালালদের দৌরাত্ম্যও বন্ধ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা, কর্মক্ষেত্রে দুর্ঘটনা, আত্মহত্যা, খুন এবং আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনাগুলোকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে ধরা হয়েছে। আর অসুস্থতাজনিত মৃত্যু, স্ট্রোক, হার্ট অ্যাটাক ও ক্যান্সারসহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাগুলোকে স্বাভাবিক মৃত্যু হিসেবে ধরা হয়েছে বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান।