প্রধানমন্ত্রীর উপদেস্টা ড.মশিউর এর বেনাপোল বন্দর পরিদর্শন

    0
    411

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪আগস্ট,এম ওসমানঃ বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বানিজ্যকে অরো গতিশীল ও রাজস্ব আয় বাড়াতে প্রধান মন্ত্রীর অর্থনৈতিক উপদেস্টা ড. মশিউর রহমান পরিদর্শন শেষে রোববার দুপুরে বেনাপোল কাস্টমস হাউসে কাস্টমস, বন্দর, পুলিশ ও বিজিবি কর্মকর্তাদের সাথে জরুরী বৈঠক  অনুষ্ঠিত হয়।

    বেনাপোল কাস্টমস কমিশনার এএফএম  আব্দুল্লাহ খান’র সভাপতিত্বে বৈঠকে আমদানি-রফতানি সংক্রান্ত বিষয় ,বন্দর, কাস্টমস ও ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের যাতায়াতের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান, বিজিবি’র উপ-অধিনায়ক মেজর লিয়াকত হোসেন।

    বৈঠক শেষে তিনি বেনাপোল বন্দর, চেকপোস্ট, বাইপাস সড়ক  ও ইন্টারন্যাশনাল পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট অফিস পরির্দশন করেন।

    পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, অমদানিকৃত মালামাল বিজিবি দেখার অধিকার নেই অর্থ মন্ত্রীর এই বক্তব্য সঠিক, বন্দরের বাইরে আমদানিকৃত মালমাল বিজিবি দেখে কিনা সেটা আমার জানা নেই তবে চোরাই পথে বা নিষিদ্ধ  কোন পণ্য আসলে সেটি তারা দেখে।