প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা

    0
    399

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৫অক্টোবর,ডেস্ক নিউজঃ    প্রধান বিচারপতির বিরুদ্ধে আসা ১১টি অভিযোগ অনুসন্ধান করা হবে বলে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘কিছু কিছু রাজনৈতিক মহল কোনো ইস্যু না থাকায় খড়কুটো দিয়ে ইস্যু সৃষ্টি করেছে।’

    তাছারা ১১টি অভিযোগের ‘অনুসন্ধানে সত্যতা মিললে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’ বললেন আনিসুল হক।

    রোববার  সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেন, ‘কেউই আইনের ঊর্ধ্বে নন। প্রধান বিচারপতির বিরুদ্ধে তারই দপ্তর থেকে ইতোমধ্যে ১১টি অভিযোগ এসেছে। এগুলোর বিষয়ে অনুসন্ধান হবে। সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।’

    এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতির চাওয়া অনুসারেই সরকার তার ছুটির ব্যবস্থা করেছেন। পরে তিনি অবসাদগ্রস্ত বলে বিদেশ যেতে চান, সরকার সে ব্যবস্থাও করেছে। এসব নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।’

    এ সময় আনিসুল হক বলেন, ‘সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে আসা অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত তিনি প্রধান বিচারপতির চেয়ারে বসতে পারবেন না।’