প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রাজশাহী যাচ্ছেন

    0
    220

    আমারসিলেট24ডটকম,০৭ফেব্রুয়ারীঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিসিএস ৩১তম ব্যাচে প্রবেশনারী অ্যাসিটেন্ট সুপারিনটেনডেন্ট অব পুলিশের (এএসপি) সমাপনী কুচকাওয়াজে যোগ দিতে এবং ১১ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আগামীকাল রাজশাহী সফর করবেন।
    প্রধানমন্ত্রী সকালে চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পৌঁছে সেখানে বিসিএস ৩১তম ব্যাচের এএসপি’দের সমাপনী কুচকাওয়াজে যোগ দেবেন।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিবাদন গ্রহণ, প্যারেড পরিদর্শন এবং সেরা প্রবেশনারি এএসপিদের মাঝে পদক বিতরণ এবং পুলিশ অফিসার্স মেসের চত্বরে একটি গাছের চারা রোপণ করবেন।পরে তিনি রাজশাহীর বিভিন্ন এলাকায় নির্বাচনের আগে ও পরে বিএনপি এবং জামায়াত-শিবিরের সহিংসতায় আহতদের সঙ্গে মতবিনিময় করবেন।
    প্রধানমন্ত্রী সারদায় সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে ফলক উন্মোচনের মাধ্যমে বাগমারা উপজেলায় আশ্রায়ন প্রকল্প-২’র উদ্বোধন করবেন। একই স্থান থেকে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট)-এর স্থাপত্য ভবন, রাজশাহী কলেজের ১শ’ শয্যার ছাত্রী ডরমেটরী, প্রকৌশল ও জরিপ ইন্সটিটিউটের বর্ধিত ভবন, রাজশাহী (উত্তর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাঘা উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর পাইলট হাইস্কুল, দুর্গাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন, পুটিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, পবা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স,মোহনপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং বাঘায় ৩১/১১ কেভি সাব-স্টেশন ও নাটোরে পল্লী বিদ্যুৎ সমিতির ১০ কেভিএ সাব-স্টেশনের উদ্বোধন করবেন।
    ঢাকায় ফিরে আসার আগে প্রধানমন্ত্রী ও আওযামী লীগ সভাপতি বিকালে সারদা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় ভাষণ দেবেন বলে জানা গেছে।বাসস